সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

২৬৫ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

স্বদেশ ডেস্ক: ডেঙ্গু জ্বরে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ২৬৫ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন ২৩২ জন। সেপ্টেম্বরের ৪ দিনে ১১৪৫  জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগস্টে  ৭ হাজার ৬৯৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।  গত জুলাই মাসে ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৭৩ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন  ১ হাজার ১৩৭জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৩৬ জন।  চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১১ হাজার  ৫০১ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ