বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

সংঘর্ষে পানশিরে ৬০০ তালেবান নিহত, দাবি বিদ্রোহীদের

সংঘর্ষে পানশিরে ৬০০ তালেবান নিহত, দাবি বিদ্রোহীদের

স্বদেশ ডেস্ক:

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির উপত্যকায় তালেবানের কমপক্ষে ৬০০ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। গতকাল শনিবার রুশ গণমাধ্যম স্পুটনিকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিদ্রোহী দল এনআরএফের মুখপাত্র ফাহিম দাস্তি এক টুইটে বলেন, পানশিরে এক হাজারের বেশি তালেবান আটক হয়েছে বা আত্মসমর্পণ করেছে। এছাড়া বিভিন্ন জেলায় প্রায় ৬০০ তালেবান নিহত হয়েছে।

আফগানিস্তানের অন্যান্য প্রদেশ থেকে রসদ পাওয়ার ক্ষেত্রে তালেবান সমস্যায় আছে বলেও জানান ফাহিম দাস্তি।

এদিকে তালেবানের একটি সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, পানশিরের দখল নিতে লড়াই অব্যাহত আছে। কিন্তু এলাকাটির সড়কে ভূমি মাইন থাকায় এনআরএফের বিরুদ্ধে তালেবানের আক্রমণের গতি কমে গেছে।

গত ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। কাবুল দখলের পর তিন সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নিতে পারেনি তালেবান। উপত্যকাটি বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে।

অবশ্য গত শুক্রবার পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল তালেবান। কিন্তু গতকালও পানশিরে বিরোধীদের সঙ্গে তালেবানের লড়াই চলছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877