মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

সিদ্ধার্থের মৃত্যুর খবর শুনে কোমায় নারী ভক্ত

সিদ্ধার্থের মৃত্যুর খবর শুনে কোমায় নারী ভক্ত

বিনোদন ডেস্ক:

ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে গত বৃহস্পতিবার আকস্মিক মৃত্যুবরণ করেছেন বলিউডের জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মাত্র ৪০ বছর বয়সেই পৃথিবীকে বিদায় জানিয়েছেন তিনি। তবে ‘বিগ বস ১৩’ জয়ী এই তারকার আকস্মিক মৃত্যু এখনো মেনে নিতে পারেননি অনেকেই। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ভেসে গেছে তার ভক্তদের শোকবার্তায়। এবার সিদ্ধার্থের মৃত্যুর খবর শুনে কোমায় চলে গেলেন এক নারী ভক্ত।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ‘বিগ বস’ দেখার পর থেকেই সেই নারী সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিলের জুটিকে পছন্দ করতেন। সিদ্ধার্থের মৃত্যুর পর ‘সিডনাজ’-এর দুঃখজনক পরিণতি তিনি মেনে নিতে পারেননি। তাই কোমায় চলে গেছেন ওই ভক্ত।

জানা গেছে, সিদ্ধার্থের বিষয়ে জানতে পেরে প্রবল মানসিক আঘাত পান সেই নারী। তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। তিনি অজ্ঞান হয়ে শৌচাগারের মেঝেতে পড়ে যান। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তার।

সিদ্ধার্থের মৃত্যুর খবর শুনে কোমায় নারী ভক্ত

 

চিকিৎসক জয়েশ ঠক্কর টুইটারের মাধ্যমে সেই ভক্তের বর্তমান অবস্থার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘চিকিৎসক জানিয়েছেন, উনি আংশিক কোমায় চলে গেছেন। অতিরিক্ত মানসিক চাপের কারণে তার হাত এবং চোখের মণি কাজ করছে না।’ তবে সেই নারীর নাম এবং তিনি কোথাকার বাসিন্দা সে কথা জানাননি জয়েশ ঠক্কর।

গত বৃহস্পতিবার হৃদরোগে প্রয়াত হন সিদ্ধার্থ। জানা গেছে, একটি ওষুধ খেয়ে তিনি ঘুমোতে গিয়েছিলেন। এরপর আর ঘুম থেকে ওঠেননি তিনি। তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অস্বাভাবিক কারণে মৃত্যুর আভাস পাননি চিকিৎসকরা।

প্রসঙ্গত, কালার্স চ্যানেলের ‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান সিদ্ধার্থ। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করেন তিনি। ‘সাবধান ইন্ডিয়া’ ও ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট’ -এর মতো রিয়্যালিটি শো-তেও সঞ্চালক হিসেবে বেশ কিছুদিন কাজ করেছিলেন সিদ্ধার্থ।

তবে তিনি সবচেয়ে আলোচনায় আসেন ২০১৯ সালে ‘বিগ বস’র ১৩তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে তার ব্যক্তিত্ব খুব জনপ্রিয়তা পায়। এই শোয়ের সুবাদেই সহপ্রতিযোগী শেহনাজ গিলের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে সিদ্ধার্থের। নেটিজেনরা তাদের একসঙ্গে ‘সিডনাজ’ বলে ডাকতেন।

১৯৮০ সালের ১২ ডিসেম্বর জন্ম হয়েছিল সিদ্ধার্থ শুক্লার। মডেলিং দিয়েই পা রেখেছিলেন বিনোদন জগতে। ২০০৪ সালে টেলিভিশনে হাতেখড়ি এবং ২০০৮ সালে তিনি অভিনয় শুরু করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877