রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!
বিশ্বে করোনা আক্রান্ত প্রায় পৌনে ২২ কোটি মানুষ

বিশ্বে করোনা আক্রান্ত প্রায় পৌনে ২২ কোটি মানুষ

স্বদেশ ডেস্ক:

সারা বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসের বিভিন্ন নতুন ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৫ লাখ ১৮ হাজার ৩৭৭ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৫৪৫ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫২৭ কোটি ৭৪ লাখ ১৫ হাজার ৯৭৬ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯১ লাখ ৯৭ হাজার ৬০৬ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৪০ হাজার ৮৯ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮০ হাজার ৪১৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৭ লাখ ৭৬ হাজার ৮৭০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মঙ্গলবার পর্যন্ত মোট ৩ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৮৮০ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৫৬০ জনে।

বাংলাদেশ পরিস্থিতি
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৮৬ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৩৫৭ জনের।

নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯৫ জন। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬১৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ১১.৯৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যুর হার ১.৭৫ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন। দেশে সুস্থতার হার ৯৫.০৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ১৯ জন, রংপুরে ০৫ জন, বরিশালে ০২ জন, সিলেটে ০৯ জন, রাজশাহীতে ১২ জন এবং ময়মনসিংহে ০২ জন মারা গেছেন।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877