বিনোদন ডেস্ক: ১৮ই জুলাই ছিলো ‘দেশি গার্ল’ প্রিয়াংকা চোপড়ার ৩৭তম জন্মদিন। পুরো দিনই ভক্তদের শুভেচ্ছায় ভেসেছেন এ নায়িকা। শুধু তাই নয়, মাধুরী দিক্ষীত, সালমান খানের মতো তারকারা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে স্বামী নিক জোনাসের সঙ্গে এই বিশেষ জন্মদিনটি কাটিয়েছেন প্রিয়াংকা। বিয়ের পর এটিই তার প্রথম জন্মদিন স্বামীর সঙ্গে। তাই বেজায় খুশী ছিলেন তিনি। এমনকি জন্মদিনে প্রিয়াংকার একটি নাচের ভিডিও ভক্তদের জন্য প্রকাশ করেন নিক। সেখানে দেখা যাচ্ছে, লাল ছোট পোশাকে উদ্দাম নাচছেন প্রিয়াংকা।