রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

দুই নৌযানের সংঘর্ষে পেরুতে নিহত ১১

দুই নৌযানের সংঘর্ষে পেরুতে নিহত ১১

স্বদেশ ডেস্ক;

পেরুর উত্তরপূর্বাঞ্চলের ইউরিমাগুয়াস প্রদেশের হুয়াল্লাগা নদীতে দুটি নৌযানের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে সোমবার এ তথ্য জানায় তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু।

ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল ডিফেন্সের বিবৃতির বরাতে স্থানীয় গণমাধ্যম বলছে, রোববারের এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়, দেশটির নৌবাহিনী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়র সমন্বয়ে গঠিত উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877