স্বদেশ ডেস্ক: ভারতের আসামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মানুষের পাশাপাশি জঙ্গলে থাকা বন্য পশুরা রয়েছে চরম বিপদে। বিশাল এলাকা পানিতে ডুবে যাওয়ায়, না পাচ্ছে থাকার জায়গা, না আছে খাদ্য। পানি থেকে বাঁচতে যেখানেই একটু উঁচু জায়গা পাচ্ছে আশ্রয় নিচ্ছে পশুরা। আর তাতে বিপদ আরও বাড়ছে মানুষের। আসামের কাজিরাঙার এমনই এক ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ঘরে ঢুকে বিছানায় উঠতে দেখা গেল একটি রয়েল বেঙ্গল টাইগারকে।
ওয়াইল্ড লাইফ ট্রাস্ট নামে এক টুইটার হ্যান্ডলে একটি বাঘের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বাঘটি ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ছবি দেখে মনে হচ্ছে, সে একটি বিছানা দখল নিয়েছে। সেখানেই ক্লান্ত শরীরে শুয়ে রয়েছে। ছবিগুলোর সঙ্গে পোস্টে লেখা হয়েছে, বাঘটিকে ঘুমপাড়ানি গুলি করে বের করার ব্যবস্থা করা হচ্ছে। ছবিগুলো বাড়ির দেওয়াল বা জানালার ফাঁক দিয়ে তোলা হয়েছে। পানি থেকে বাঁচতেই জঙ্গল থেকে বেরিয়ে আসে বাঘটি। কাজিরাঙার কাছে জাতীয় সড়কের পাশে একটি লোকালয়ে ঢুকে পড়ে। বাঘটিকে ঢুকতে দেখে আতঙ্কে চিৎকার করেন স্থানীয়রা। আর তা শুনে সতর্ক হয়ে যান ওই বাড়ির মালিক। ফলে বড় বিপদ এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে।