শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:২০ অপরাহ্ন

দুর্নীতিতে শীর্ষে যে ১০টি দেশ………?

দুর্নীতিতে শীর্ষে যে ১০টি দেশ………?

স্বদেশ ডেস্ক: দুর্নীতিতে শীর্ষ বিশ্বের ১০টি দেশের নাম ক্রমানুসারে তুলে ধরা হলো-
১. সোমালিয়া: ২০১৮ সালের ধারণাসূচক অনুযায়ী, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে সোমালিয়া গৃহযুদ্ধ, অভ্যন্তরীণ নানা সংঘাত আর দারিদ্র্য নিয়ে চলা দেশটির অনেক মানুষ মানবেতর জীবনযাপন করে থাকেন।
২. সিরিয়া: দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় নম্বরে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া ইসলামিক স্টেটকে কেন্দ্র করে নানামুখী যুদ্ধ চলছে সেখানে ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো।
৩. সাউথ সুদান: ২০০৫ সালে সুদান থেকে স্বাধীন হওয়া দেশটির অর্থনীতির নিয়ন্ত্রণ মুষ্টিমেয় ধনীদের হাতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ধারণা সূচকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সাউথ সুদান আছে তিন নম্বরে।
৪. ইয়েমেন: দুর্নীতির তালিকায় নিচের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে ইয়েমেন উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সবচেয়ে দারিদ্র্যপীড়িত দেশও এটি।
৫. উত্তর কোরিয়া: যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র বিরোধের মধ্যে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় পঞ্চম অবস্থানে আছে উত্তর কোরিয়া মতপ্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রিত দেশটির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ পশ্চিমা দেশগুলোর
৬. সুদান: দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে আছে সুদান প্রাকৃতিক সম্পদ সংস্থান এবং দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সেখানে দুর্নীতির সুযোগ আরো বেড়েছে
৭. গিনি: বিসাউ দুর্নীতির ধারণাসূচকে সপ্তম অবস্থানে আফ্রিকার দেশ গিনি বিসাউ ২০১৪ সালে দুর্নীতির ধারণাসূচক প্রকাশের সময় টিআই বলেছিল, দেশটিতে দুর্নীতির জন্য সহায়ক একটি পরিবেশ তৈরি করেছে সরকার মাদক পাচারের অন্যতম আন্তর্জাতিক রুটও দেশটি।
৮. ইকুটেরিযাল গিনি: দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় অষ্টম অবস্থানে আছে ইকুটেরিযাল গিনি দুর্নীতির দায়ে ফ্রান্সে সাজাও খেটেছেন দেশটির প্রেসিডেন্ট টিওডোরো ওবিয়াং-এর ছেলে টিওডোরিন ওবিয়াং।
৯. আফগানিস্তান: দক্ষিণ এশিয়ায় দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে আফগানিস্তান অবশ্য, বৈশ্বিকভাবে তাদের অবস্থান নবম দুর্নীতির দিক থেকে আফগানিস্তানের পরেই আছে বাংলাদেশ
১০. লিবিয়া: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসাবে, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১০ম লিবিয়া সরকারি-বেসরকারি বিভিন্ন খাতে দুর্নীতি, ঘুষ আর স্বজনপ্রীতি দেশটিকে এই অবস্থানে এনেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877