মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন

এবার সরকারকে বিদায় করবই

এবার সরকারকে বিদায় করবই

স্বদেশ ডেস্ক:

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘২৮ বছর ধৈর্য ধরেছি, প্রত্যেকবারই আন্দোলন করে মুক্ত করেছি। কিন্তু এরপরও স্বৈরাচার সরকার অত্যাচার চালিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এবার আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শুধু ক্ষমতা পুনরুদ্ধারই করব না, ক্ষমতা ধরে রাখব। যাতে তারা আমাদের আর সহজে

বঞ্চিত করতে না পারে।’ এবার সরকারকে বিদায় করবেনই বলে অঙ্গীকার ব্যক্ত করেন প্রবীণ এই রাজনীতিক। জাতীয় প্রেসক্লাবে গতকাল রবিবার গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় ড. কামাল এ কথা বলেন। সভায় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, ‘এ সরকার যথেষ্ট করেছে। পুঁজিবাজার থেকে অর্থ লুট করেছে, নিজেরা অনেক সম্পদের মালিক হয়েছে। এবার দ্রুত আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে বিদায় দেব। আমাদের এখন মূল কাজ হলো মানুষের মাঝে যে ঐক্য আছে তা কার্যকরভাবে সংগঠিত করা।’ তিনি বলেন, ‘এখন সময় স্বৈরাচারী সরকারের হাত থেকে জনগণের ক্ষমতার সরকার গঠন করা। জনগণের ক্ষমতা নিয়ে দেশকে বাঁচানোর জন্য এগিয়ে যাওয়া। এটা শুরু করা দরকার, অনেক সময় চলে গেছে। দ্রুত আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় দিতে হবে।’

গণফোরামের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘সরকারের অত্যাচার জনগণ এখন বুঝতে পারছে যে বাঁচতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। আমার বিশ্বাস যেভাবে ঐক্যবদ্ধভাবে পশ্চিমাদের প্রতিহত করেছি, এখন যদি আমরা সেই ঐক্যকে কাজ লাগাই, তবে অসম্ভবকেও সম্ভব করতে পারব। আমাদের সুযোগ দিতে হবে। সবার বাড়িতে বাড়িতে গিয়ে, মাঠে মাঠে গিয়ে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ করব। ঐক্যের আন্দোলন চাই। এরপর দেশকে দুর্নীতি, চুরিচামারি থেকে মুক্ত করব। দেশের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়ে সব নাগরিককে কাজে লাগাতে চাই। কারণ বাঙালি জাতি উৎপাদন করতে পারে। আমরা উৎপাদন করার লোক, দেশ গড়ার লোক।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877