রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

ফের আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা

ফের আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা

স্বদেশ ডেস্ক: ২০১৫-১৬ শিক্ষাবর্ষে গণহারে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষার খাতা পুনঃমূল্যায়ন অথবা ১০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষার নোটিশ দেওয়াসহ চার দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা৷ আজ রোববার সকাল ১১টা থেকে স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষ ও স্নাতকোত্তর ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে আন্দোলন করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা চার দফা দাবি সমূহ হলো-

(১) অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনঃমূল্যায়ন করতে হবে অথবা শিক্ষার্থীদের জন্য ১০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষার নোটিশ দিতে হবে।

(২) সাত কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ক্লাস যাচাই করতে হবে।

(৩) শিক্ষার্থীদের যে কোনো ধরনের একাডেমিক সমস্যা নিজ কলেজের মাধ্যমে সমাধান করতে হবে।

(৪) সব বিভাগের ফলাফল একসঙ্গে প্রকাশ এবং বিভিন্ন বিভাগের আটকে থাকা পরীক্ষার ফলাফল আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।

উল্লেখ্য ২০১৫-১৬ সেশনের ইংরেজি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষে ফলাফল বিপর্যয় হয়। এতে তিতুমীর কলেজে ২৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৩ জন, ইডেন মহিলা কলেজে ২১০ জনের মধ্যে ১৭৫ জন, সরকারি বাংলা কলেজে ১১৬ জনের মধ্যে ৯২ জন এবং বদরুন্নেসা মহিলা কলেজে ৪৫ জনের মধ্যে ৩০ জন অকৃতকার্য হয়েছেন। এছাড়াও অন্যান্য বিভাগেও একইভাবে ফলাফল বিপর্যয় হয়। যার ফলে আবারও নীলক্ষেত মোড়ে আন্দোলন করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877