স্বদেশ ডেস্ক: পানিতে সাপের কামড়ে মৃত্যু, পানিতে জানাজা, তারপর পানিতেই ভাসিয়ে দেয়া হলো বানভাসি এক বৃদ্ধের লাশ। ১৮ জুলাই রাতে সাপের কামড়ে মজিবর রহমান (৭০) নামের পানিবন্দি এক বৃদ্ধের মৃত্যু হয়। তার বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পশ্চিমপাড়া গ্রামে। পারিবারিক সূত্র জানায়, নিজ ঘরে পানিবন্দি মজিবর রহমানকে সাপে কামড় দেয়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার চেষ্টাকালে তার মৃত্যু হয়। চারপাশে পানি থাকায় ১৯ জুলাই সকাল ১০টায় বাড়ির আঙিনায় হাঁটুপানিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বন্যার পানিতে কলার ভেলায় মজিবরের মৃতদেহ ভাসিয়ে দেয়া হয়। দেওয়ানগঞ্জের চর আম খাওয়া ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।