স্বদেশ ডেস্ক:
ভারতের উজানে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলের পানির তোড়ে বুধবার রাত ৯টার দিকে ফেনীর ফুলগাজী সদরে মুহুরী নদীর বাঁধ ভেঙে সাত গ্রাম প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঁধ ভেঙে হু হু করে ঢলের পানি লোকালয়ে ঢুকছে। এরই মধ্যে নদীর তীরবর্তী ফুলগাজীর জয়পুর, ঘনিয়ামোড়া, কিসমত ঘনিয়া, উত্তর ঘনিয়ামোড়া, দক্ষিণ ঘনিয়ামোড়াসহ সাত গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রতি মুহূর্তে নদীর পানি বাড়তে থাকায় ইতোমধ্যে মুহুরী নদীর ভাটি এলাকার ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চলে বন্যার পানি ঢুকতে শুরু করেছে। পানির বাড়া অব্যাহত পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কায় এলাকাবাসীর দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়।