সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ২১ কোটি ৪৯ লাখ

বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ২১ কোটি ৪৯ লাখ

স্বদেশ ডেস্ক:

সারা বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসের বিভিন্ন নতুন নতুন ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৪ লাখ ৬২ হাজার ৯১৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫০৩ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৭২৮ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮২ লাখ ২১ হাজার ৯০৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৩২ হাজার ২৬২ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৬ হাজার ৬৪৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৫৩৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে বুধবার পর্যন্ত মোট ৩ কোটি ২৫ লাখের অধিক সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৭৫৮ জনে।

বাংলাদেশ পরিস্থিতি
বুধবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য অনুযায়ী, দেশে করোনায় গেল ২৪ ঘণ্টায়ও ১১৪ জনের মৃত্যু হয়েছে, এর আগে মঙ্গলবারও আগের ২৪ ঘণ্টায় ১১৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এসময় শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৯৬৬ জন। নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৭ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৬৪০টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৩ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন। সুস্থতার হার ৯০.০২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ২৯ জন, রংপুরে ৬ জন, বরিশালে ৪ জন, সিলেটে ৯ জন, রাজশাহীতে ১৩ জন এবং ময়মনসিংহে ৬ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877