শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

পেন পিন্টার পেলেন লেম সিসে…..

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুলাই, ২০১৯

স্বদেশ ডেস্ক: এ বছরের পেন পিন্টার প্রাইজে সম্মানিত হলেন ব্রিটিশ কবি, নাট্যকার ও ব্রডকাস্টার লেম সিসে। ২০১৫ সাল থেকে ম্যানচেস্টার ইউনিভার্সিটির চ্যান্সেলর পদে থাকা লেম সিসের বেশ কিছু কাব্যগ্রন্থ ও নাট্যগ্রন্থ রয়েছে। এক নির্মম বাস্তবতার ভেতর দিয়ে বেড়ে উঠেছেন ৫২ বছর বয়সী সিসে। ১৯৬৭ সালের ২১ মে ল্যাঙ্কাশায়ারে তার জন্ম। জন্ম দেওয়ার পরই তাকে ছেড়ে চলে গিয়েছিলেন তার মা। ছেলেবেলা কেটেছে একাধিক অচেনা পরিবারের অন্দরে। নিজের বলে কখনোই কাউকে পাননি তিনি। এই পরিবারহীনতার যন্ত্রণা তার কবিতায়ও ধরা পড়েছে। বিচারকদের একজন লেখক মরিন ফ্রিলি বলেন, ‘লেম সিসে তার প্রতিটি সাহিত্যকর্মেই সেই জগতে ফিরে গেছেন, যে আন্ডারওয়ার্ল্ডে তিনি একজন বেওয়ারিশ শিশু হিসেবে বেড়ে উঠেছিলেন। তার বিষাদময় জীবনের ভেতর থেকে চমৎকার চমৎকার সব শব্দ বের করে বেঁচে থাকার ও ভালোবাসার হাজারো কারণ তুলে ধরেছেন।’ ২০০৯ সাল থেকে নোবেলজয়ী ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের (১৯৩০-২০০৮) স্মৃতির উদ্দেশে পেন ইন্টারন্যাশনালের উদ্যোগে পেন পিন্টার পুরস্কার দেওয়া হচ্ছে। সাহিত্যের মধ্য দিয়ে অকপট সত্যভাষণকে সম্মান জানায় পেন পিন্টার প্রাইজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ