স্বদেশ ডেস্ক: প্রথমবারের মতো কোনো কাব্যগ্রন্থ জিতে নিয়েছে র্যাটবোনস ফোলিও প্রাইজ। ৩০ হাজার পাউন্ড অর্থমূল্যের যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি সারা বিশ্বের লেখকদের ফিকশন, ননফিকশনসহ সাহিত্যের সব শাখার বইয়ের জন্যই উন্মুক্ত। এবার পুরস্কারটি জিতেছেন জ্যামাইকান-ব্রিটিশ কবি রেমন্ড অ্যান্ট্রোবাস। বধির এই কবির বইটির নাম ‘পারসিভিয়ার্যান্স’। বিচারকরা অ্যান্ট্রোবাসের গ্রন্থটিকে অত্যন্ত মর্মস্পর্শী কাব্যগ্রন্থ হিসেবে অভিহিত করে বলেন, ‘এই গ্রন্থ কবি তার বধিরতার অভিজ্ঞতা, প্রিয়জনের বিয়োগবেদনা এবং জ্যামাইকান-ব্রিটিশ ঐতিহ্যের সমন্বয়ে সৃষ্টি করেছেন। তিনি এটা ঠিক সেভাবেই করেছেন, যেমনটা আমরা পরস্পরের সঙ্গে ভাবের আদান-প্রদানের ক্ষেত্রে করে থাকি।’ তার বইটি ওমেনস প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ডায়ানা ইভানসের উপন্যাস ‘অর্ডিনারি পিপল’ এবং অ্যাশলেই ইয়াংয়ের প্রবন্ধগ্রন্থ ‘ক্যান ইউ টলারেট দিস?’-এর মতো বইকে হারিয়ে এ পুরস্কার জয় করে। ম্যান বুকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে ২০১৪ সালে ফোলিও পুরস্কার প্রবর্তন করা হয়। এর আগে হিশাম মাতার, জর্জ সন্ডারস রিচার্ড, লয়েড প্যারি প্রমুখ।