বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

কাউকেই ‘বিশ্বাস করেন না’ বাইডেন

কাউকেই ‘বিশ্বাস করেন না’ বাইডেন

কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তালেবান নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বৈধতা আদায় করে নেওয়ার জন্য। এ জন্য তারা নানা ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছে। তাদের দেওয়া এ প্রতিশ্রুতি কতটুকু বিশ্বাসযোগ্য সে বিষয়ে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে। জবাবে বাইডেন বলেন, আমি কাউকেই বিশ্বাস করি না।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, আমি কাউকেই বিশ্বাস করি না। তালেবানকে মৌলিক সিদ্ধান্ত নিতে হবে। তালেবান কি আফগানিস্তানের মানুষকে ঐক্যবদ্ধ করার এবং কল্যাণ সাধনের চেষ্টা করতে যাচ্ছে? যা গত ১০০ বছরেও কেউ করেনি। যদি তারা তা করতে চায়, তবে তাদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন হবে।

‘তালেবান যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করে কিনা আমরা দেখব। তারা অন্য দেশ এবং আমাদেরও বলেছে— তারা চায় না সেখান থেকে আমাদের কূটনীতিক উপস্থিতি সম্পূর্ণভাবে অপসারণ করি। এ ছাড়া এখন পর্যন্ত তালেবান মার্কিন বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি’, যোগ করেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের সেনাদের নিয়ন্ত্রণে থাকা কাবুল বিমানবন্দর হয়ে বিদেশি এবং আফগানদের সরিয়ে আনার প্রক্রিয়ার মধ্যে বাইডেন এমন কথা বললেন।

ইতোমধ্যে তালেবান কাবুল দখলে নেওয়ার পর আফগানিস্তান থেকে ২৮ হাজারের বেশি মানুষ সরিয়ে নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার তথ্যমতে, শুধু যুক্তরাষ্ট্রই আফগানিস্তান থেকে ১৭ হাজারের বেশি মানুষ ফিরিয়ে এনেছে। এর মধ্যে দুই হাজার ৫০০ আমেরিকান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877