শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার জিম্বাবুয়ে

সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের ক্রিকেট দলকে আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার লন্ডনে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এক বার্ষিক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আইসিসি তাদের অফিসিয়াল ওযেবসাইটে জানিয়েছে, স্বাধীন ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য একটি প্রক্রিয়া প্রদানে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে। এমনকি তা নিশ্চিত করার জন্য সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

শুধু বহিষ্কারই নয়, বন্ধ করে দেওয়া হয়েছে আর্থিক সহযোগিতাও। এমনকি আইসিসির কোনো ইভেন্টে অংশগ্রহণও করতে পারবে না দলটি। ফলে অক্টোবরে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার নিয়েও বিপদে পড়েছে জিম্বাবুয়ে।

আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘আমরা জিম্বাবুয়ের সদস্য পদ বাতিল করার সিদ্ধান্তটি হালকাভাবে নিচ্ছি না। আমরা চাই আমাদের খেলাধুলাকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে।’

তিনি আরও বলেন, ‘জিম্বাবুয়েতে যা ঘটেছে তা আইসিসির সংবিধানের মারাত্মক লঙ্ঘন এবং আমরা এটি নিয়মিত করতে অনুমতি দিতে পারব না। আইসিসি চায় জিম্বাবুয়ে নিয়মিত ক্রিকেট খেলুক আইসিসির নিয়ম মেনে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877