স্বদেশ ডেস্ক: ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জাপানি সাইট ‘লিকুইড’ হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাকাররা হাতিয়ে নিয়েছে আনুমানিক ১০ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি। চলতি মাসেই ক্রিপ্টো হ্যাকিংয়ের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে মাসের শুরুতেই ক্রিপ্টোকারেন্সি লেনেদেনের সাইট পলি নেটওয়ার্কে হামলা করে প্রায় ৬০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি টোকেন হাতিয়ে নেয় হ্যাকাররা। হ্যাকিংয়ের খবর নিশ্চিত করেছে লিকুইড। বেশ কয়েকটি ডিজিটাল ওয়ালেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সাইটটি। এক টুইটে লিকুইড লিখেছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, #লিকুইডগ্লোবাল ওয়ার্ম ওয়ালেট ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আমাদের সম্পদ কোল্ড ওয়ালেটে সরিয়ে নিচ্ছি’। তথাকথিত ‘ওয়ার্ম’ বা ‘হট’ ওয়ালেটগুলো আদতে অনলাইনভিত্তিক; ব্যবহারকারীরা যেন তাদের ক্রিপ্টোকারেন্সি সহজে অ্যাক্সেস করতে পারেন সেটি মাথায় রেখে তৈরি করা হয় ওই ওয়ালেটগুলো। এর বিপরীতে ‘কোল্ড ওয়ালেট’গুলো থাকে অফলাইনে। ফলে ‘কোল্ড ওয়ালেট’ আক্রমণ করা তুলনামূলক কঠিন।