স্বদেশ রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো প্রবাসী শেরপুরবাসীর জমজমাট বনভোজন। গত সোমবার (১৬ আগস্ট) নিউইয়র্কের শেরপুর জেলা সমিতি আয়োজিত উক্ত বনভোজনে শত শত প্রবাসী শেরপুরবাসীসহ তাদের শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন জেলার গন্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
শুরুতেই বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শেরপুরের কৃতীসন্তান সাংবাদিক আবুল কাশেম। সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য দেন বনভোজন কমিটির আহ্ববায়ক মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব ছামেদুল হক ঝন্টু।
নিউইয়র্কের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত বেলমন্ড লেকস্টেট পার্কে অনুষ্ঠিত দিনব্যাপী এ পিকনিকের কর্মসূচিতে ছিল আলোচনা অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনু্ষ্ঠান ও র্যা ফেল ড্র। এছাড়াও সংগঠনের সভাপতি মামুন রাশেদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন- আবাসন ব্যবসায়ী কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বনভোজন কমিটির প্রধান সমন্বয়কারী নাইছ চৌধুরী, যুগ্ম আহ্ববায়ক মো. শহীদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব মো. হিসাম হোসেন প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেরা জামান রুচি, মো. রফিকুল ইসলাম রাসেল, মোহাম্মদ ফারুক মিয়া, মোস্তফা সাদী, ইয়াসিন আহমেদ ফাহিম, মোহাম্মদ জুয়েল মিয়া ও রেখা জামান চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে মো: আবুল কাশেম বলেন, দীর্ঘদিন কোভিডের কারণে আমরা ঘরবন্দি থাকার পর আজ এই বনভোজনে শেরপুরবাসী একসঙ্গে মিলিত হয়েছি । তিনি এরকম অনুষ্ঠানের পাশাপাশি শেরপুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা ও শেরপুরের উন্নয়নের জন্যও প্রবাসী শেরপুরবাসীকে গুরত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান।
সভাপতি মামুন রাশেদ বনভোজনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের কল্যাণের পাশাপাশি নিউইয়র্কের শিল্প-সাহিত্য-সংস্কৃতিকেও শেরপুরবাসী সমৃদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এজন্য তিনি নিউইয়র্কের সকল শেরপুরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববান জানান।
বনভোজনে সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল পুরুষদের চোখ বেঁধে হাড়িভাঙ্গা, মহিলাদের বালিশ খেলা ও র্যা ফেল ড্র। এতে ল্যাপটপ, সোনার চেইন, টিভিসহ মোট ১৭টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও শেরপুরে কোভিড আক্রান্ত মানুষের চিকিৎসার সহায়তার জন্য বনভোজনে শেরপুরবাসীর কাছ থেকে উত্তোলনকৃত আর্থিক সাহায্য শিগগিরই শেরপুর জেলা প্রশাসকের কাছে প্রেরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।