স্বদেশ ডেস্ক:
চিকিৎসার জন্য ভারতের মুম্বাই গেলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপ-পরিচালক স্বপন কুমার বিশ্বাস।
তিনি জানান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার উন্নত চিকিৎসার জন্য আজ সকাল সাড়ে ৭টায় ঢাকা ত্যাগ করেছেন। তিনি হেলিকপ্টারযোগে যশোরে যান। সেখান থেকে হরিদাসপুর হয়ে সড়ক পথে দমদম বিমানবন্দর যাবেন। তারপর বিমানযোগে মুম্বাই পৌঁছাবেন।
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বীর সফরসঙ্গী হয়েছেন তার দুই মেয়ে ও মেয়ের জামাতা। সকলের কাছে দোয়া চেয়েছেন ডেপুটি স্পিকার।