রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন

হাসি-খুশি থাকতে পছন্দ করেন আঁখি আলমগীর

হাসি-খুশি থাকতে পছন্দ করেন আঁখি আলমগীর

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি অডিওতেও সরব তিনি। তবে স্টেজ শোতেই সবচেয়ে বেশি ব্যস্ত এ শিল্পী। দেশ-বিদেশের শো নিয়ে সারা বছরই ব্যস্ত থাকতে হয় তাকে। কিন্তু সঙ্গীতে এতটা পথ পাড়ি দেয়ার পরও এতটুকু ক্লান্ত নন আঁখি। বরং প্রতিদিনই নতুন আঁখিকে আবিষ্কার করতে পারেন শ্রোতা-দর্শক। সব মিলিয়ে কেমন আছেন? আঁখি বলেন, ভালো। গান নিয়ে আছি। আর দুই মেয়েকে সময় দেয়ার চেষ্টা করছি। এতটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন সঙ্গীতে। এখনো গান করে যাচ্ছেন নিজের গতিতে। এর রহস্য কি? আঁখি উত্তরে বলেন, আসলে রহস্যের কিছু নেই। সত্যি বলতে কী আমি সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করি। ইতিবাচক চিন্তা করতে পছন্দ করি। যেকোনো বিষয় ইতিবাচক চোখে দেখলে জীবনটা জটিল হয় না। একজন মানুষ হিসেবে যেমন তেমনই শিল্পী হিসেবেও ইতিবাচক চিন্তা করলে জীবনে খুব একটা সমস্যা হয় না। আর দীর্ঘদিন ধরে পথ চলছি সঙ্গীতে, এ জন্য সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমার ভক্ত-শ্রোতাদের কাছেও। তারা আমার গান শুনতে চান বলেই আমি কাজ করছি। না হলে তো সেটা সম্ভব ছিল না। আমি একটি বিষয় সব সময় বিশ্বাস করি। ভালো শিল্পী হতে হলে তার আগে অবশ্যই ভালো মানুষ হতে হবে। আপনার এখনকার ব্যস্ততা কি নিয়ে? আঁখি বলেন, এখন শো নিয়েই ব্যস্ততা চলছে। যদিও বর্ষা মৌসুম হওয়ায় এখন শো-এর চাপটা কম। তারপরও কিছু শো করে যাচ্ছি। আর শো-এর ব্যস্ততা কিন্তু বছরজুড়েই থাকে। এখন ফেসবুকে ছবি আপলোড করি বলে সেটা সবাই জানতে পারছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877