বিনোদন ডেস্ক: নব্বইয়ের দশকে অনিল কাপুরের বিপরীতে ‘ভিরাসাত’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন পূজা বাত্রা। প্রথম ছবি সুপারহিট হলেও পরে বলিউডে তার অবস্থান তেমন পোক্ত করতে পারেন নি এ নায়িকা। অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে দ্বিতীয়বারের মত ‘টাইগার জিন্দা হ্যায়’ নওয়াব শাহকে বিয়ে করেন পূজা। নবাব শাহের সঙ্গে পূজার প্রেম ও সম্পর্কের বিষয়ে শোনা যাচ্ছে বিগত কয়েক মাস ধরেই। মাসখানেক আগে নবাব শাহ একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন যেখানে স্পষ্ট ইঙ্গিত ছিল যে পূজা ও নবাব তাঁদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চান বিয়ের দিকে। সম্প্রতি বিয়ের বিষয়টি স্বীকার এ করলেন অভিনেত্রী । এ মাসের শুরুতে দিল্লিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।