মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

দৌলতখানে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্বদেশ ডেস্ক:

ভোলার দৌলতখানে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ‍শুক্রবার সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তার ঘরের আড়া থেকে লাশ উদ্ধার করে ভোলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিহত জেসমিন (১৬) উপজেলার সুকদেব এমএম মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী। সে উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের মেয়ে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, জেসমিন প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যান। রাত ১টার দিকে তার মা আড়ার সাথে ওড়না দিয়ে ফাসঁ লাগানো অবস্থায় দেখে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আড়া থেকে তার মৃতদেহ নামানো হয়।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ভোলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। তবে কি কারণে জেসমিন ফাঁস লাগিয়েছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত বিষয় থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান এ কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ