স্বদেশ ডেস্ক;
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর গতকাল বৃহস্পতিবার মারা গিয়েছিল ১৬ জন।
আজ শুক্রবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ময়মনসিংহের ৪ জন ও নেত্রকোণা ও পাবনার একজন করে রয়েছেন।
তারা হলেন- ময়মনসিংহ সমদরের সুখ রঞ্জন (৬৫), আকুয়ার আব্দুল সালাম (৭৫), মমতা বেগম (৪৫), ফুলবাড়িয়ার হাসিনা (৬০), নেত্রকোনার দুর্গাপুরের আয়েশা (৬৫) ও পাবনা সদরের অন্তিমা সরকার (৬৫)।
এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০জনের মধ্যে ময়মনসিংহের ৯ জন, গাজীপুরের একজন রয়েছেন। তারা হলেন- ময়মনসসিংহ সদরের মফিজুল ইসলাম (৬০), হাসিনা খাতুন (৬৫), গফরগাঁওয়ের সোহরাব (৮০) ও রানুজা আক্তার (৫০), ধোবাউরার মমেনা (৪০), ফুলবাড়িয়ার আজিজুল হক (৯০), তারাকান্দার ইসরাফিল (৫৫), ভালুকার শাহনাজ জামান (৪৫), গোরীপুরের হজরত আলি (৫৪) ও গাজীপুর শ্রীপুরের রোকসানা (৫৫)।