শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:০২ অপরাহ্ন

আইনের ঊর্ধ্বে কেউ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আইনের ঊর্ধ্বে কেউ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

????????? ?????????????????

স্বদেশ ডেস্ক:

কেউই আইনের ঊর্ধ্বে  নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িয়েছেন, তাদেরও শাস্তি হবে বলে জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার সকালে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীর দু’একজন সদস্য অপকর্মে জড়াতে পারেন। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন, তাদের শাস্তি হবে।’

পুলিশ বাহিনীর কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের অনেক ভালো কাজের প্রশংসাও করেন। করোনায় পুলিশ বাহিনীর সাহসী ভূমিকা পালনের কথাও উল্লেখ করেন আসাদুজ্জামান খান কামাল। ১০ বছর আগের পুলিশ বাহিনী আর এখনকার বাহিনীর মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877