শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ধর্ষণে তরুণী অন্তঃসত্ত্বা……..!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

স্বদেশ ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়ায় এক প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এবং ৬ মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ জানিয়ে এ ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান সমাকলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১৬ বছরের বুদ্ধি প্রতিবন্ধি মেয়েটিকে একা পেয়ে স্থানীয় মোহন মিয়া তাকে ধর্ষণ করে। সে এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা। ওই প্রতিবন্ধি তরুণীকে বিষয়টি গোপন রাখতে ভয়ভীতি দেখায় মোহন। সম্প্রতি ওই তরুণী তার প্রতিবেশীদের কাছে বিষয়টি খুলে বললে প্রতিবেশিরা তার পরিবারকে জানান এবং তাকে হাসপাতালে পরীক্ষা করার পর সার্বিক ব্যাপারটি ধরা পড়ে। প্রতিবন্ধির তরুণীর বাবা জানান, লালমিয়ার ছেলে বিদেশ থেকে ফিরে মোহন মিয়া বাড়িতে এসে কৃষি কাজ শুরু করে। সে আমার বাড়ির পাশে একটি স্যালো মেশিন দিয়ে ধান চাষ করে। বাড়ি ফাঁকা পেয়ে আমার প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণ করেছে সে। ওসি মো. মতিয়ার রহমান জানান, প্রতিবন্ধি তরুণী ধর্ষনের শিকার হয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। ধর্ষক মোহনের বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনে মামলা হয়েছে। মোহনকে গ্রেফতার করার অভিযান চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ