স্বদেশ ডেস্ক:
বরিশাল নগরীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাবেক ছাত্রলীগ নেতাসহ দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে বান্দরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নগরীর ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা ও ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ হোসেন রুবেল (৩০) এবং কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী উজ্জল মাতবর (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
তিনি জানান, মঙ্গলবার ভোরে হাসপাতালের সামনে বান্দরোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ও বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ছাত্রলীগ নেতাসহ ওই দুই যুবক। তাৎক্ষণিক তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এর পর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, আমতলার মোড়সংলগ্ন এলাকায় তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এর পর মোটরসাইকেলটির সঙ্গে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পোলের ধাক্কা লাগে। এতে ওই দুই যুবকের মৃত্যু হয়।