শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে স্ট্রিপ ক্লাবের সামনে দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন বাংলাদেশি যুবক। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ ফিলাডেলফিয়ার চিরলিডার্স জেন্টেলমেন্ট ক্লাবের (স্ট্রিপ ক্লাব) পার্কিং লটে একদল দুর্বৃত্ত বাংলাদেশি মোয়াজ্জেম হোসেন সাজুর (২৮) কাছ থেকে ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের পর তাকে গুলি করে হত্যা করে। গত ৩ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ ফিলাডেলফিয়ার চিরলিডার্স জেন্টেলমেন্ট ক্লাবের পার্কিং লটে দুই বাংলাদেশি শাহরিয়ার ও মোয়াজ্জেম হোসেন তাদের পার্ক করা গাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় দুজন কৃষ্ণাঙ্গ তাদের গতিরোধ করে ফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। এ সময় শাহরিয়ার তার পকেটে থাকা সব দিয়ে দিলেও মোয়াজ্জেম দিতে চাননি। এ নিয়ে দুর্বৃত্তদের সঙ্গে তার হাতাহাতি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। আহত মোয়াজ্জেমকে স্থানীয় জেফারসন ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোয়াজ্জেমের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামে। তার বাবার নাম শামস উদ্দীন। নববিবাহিত মোয়াজ্জেম নর্থ ইস্ট ফিলাডেলফিয়ায় থাকতেন।

মোয়াজ্জেম দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। তার স্ত্রী বাংলাদেশে থাকলেও পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মা-বাবাসহ দীর্ঘদিন মিশিগানে বসবাসের পর সম্প্রতি তারা পেনসিলভানিয়ায় চলে আসেন। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। দক্ষিণ ফিলাডেলফিয়ার পুলিশ আসামি ধরতে জোর তৎপরতা চালাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877