স্পোর্টসস ডেস্ক:
টানা দুবার রেকর্ড গড়ে অলিম্পিকে সোনা জিতেছে ব্রাজিল ফুটবল দল। তা সত্ত্বেও দেশের অলিম্পিক কমিটির শাস্তির মুখে পড়তে চলেছেন সাম্বা ফুটবলাররা।
পুরস্কার গ্রহণের সময়ে ব্রাজিলের সরকারি ইউনিফর্ম পরতে অস্বীকার করেছিলেন ফুটবলাররা। তারপরেই প্রেস বিজ্ঞপ্তি জারি করে ব্রাজিলের অলিম্পিক কমিটি ফুটবলারদের তীব্র নিন্দা করার পাশাপাশি দেশের ফুটবল ফেডারেশনকেও একহাত নিয়েছে।
সেখানে বলা হয়েছে, অলিম্পিকে ব্রাজিল দলের স্পনসরসহ অন্য ক্রীড়াবিদদের স্বার্থ সুরক্ষিত রাখতে ব্রাজিল অলিম্পিক কমিটি কী ব্যবস্থা নেবে, তা প্রকাশ করা হবে।
স্পেনকে ফাইনালে হারিয়ে পুরস্কার নিতে যাওয়ার পর ব্রাজিল ফুটবলারদের জানানো হয়েছিল, দেশের সরকারি ইউনিফর্ম পরেই পুরস্কার নিতে হবে। যে ইউনিফর্মের মূল স্পনসর চীনা সংস্থা পিক স্পোর্টস। তবে ফুটবলাররা ওই কথায় কর্ণপাত না করেই নাইকের জার্সিতে হাজির হন। জ্যাকেট কোমরে বাঁধা ছিল।
ব্রাজিল ফুটবলারদের পাল্টা বক্তব্য, দেশের ফুটবল সংস্থার কথা অনুযায়ীই তারা সমস্ত কিছু করেছে। ব্রাজিলের একশ্রেণির প্রচারমাধ্যমে আবার জানানো হয়েছে, পুরস্কার গ্রহণের সময়ে যে সরকারি ইউনিফর্ম পরতে হবে, সেটা তাদের আগেভাগে জানানো হয়নি।
ব্রাজিলিয়ান সাঁতারু সরাসরি নিজের টুইটার প্রোফাইলে লিখেছেন, ব্রাজিল ফুটবলারদের বার্তা খুব পরিস্কার, তারা দেশের অলিম্পিক দলের সদস্য হতে চা য়না। এটা নিয়ে তারা ভাবিতও নয়।
এমন ঘটনায় অবশ্য বেশ ফাঁপরে পড়েছে ব্রাজিল অলিম্পিক কমিটি। পিক স্পোর্টস, অন্যান্য স্পনসর সংস্থার তরফে তাদের বিরুদ্ধে চুক্তি বিচ্ছেদ করা হতে পারে। আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারে ব্রাজিল অলিম্পিক সংস্থা। ভবিষ্যতে স্পনসর পাওয়ার ক্ষেত্রেও এই ঘটনা সমস্যায় ফেলতে পারে তাদের। এর আগে ব্রাজিল ফুটবল দল নাইকের জার্সিতে ২০০৮ ও ২০১৬-র অলিম্পিকে নাইকের জার্সিতে খেলেছিল।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস