বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

গর্ভবতী-প্রসূতি মায়েরা আজ থেকে টিকা পাবেন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্বদেশ ডেস্ক:

অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় টিকাবিষয়ক জাতীয় কমিটির পরামর্শ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকারি সব হাসপাতালসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরে গতকাল একটি লিখিত দিকনির্দেশনা পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাতে গর্ভবতী ও প্রসূতি মায়েদের টিকা দেওয়ার ক্ষেত্রে বেশকিছু বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গর্ভবতী কোনো নারী যেদিন অসুস্থ থাকে সেদিন তাকে টিকা দেওয়া যাবে না। অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত গর্ভবতীকেও টিকা দেওয়া যাবে না। এ ছাড়া কোনো গর্ভবতী নারী ভ্যাকসিন অ্যালার্জির সমস্যা থাকলে তাকেও টিকা দিতে বারণ করা হয়েছে।

আবার কোনো গর্ভবতী ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পর এইএফআই কেস হিসেবে শনাক্ত হন, তবে তাকেও দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না। প্রত্যেক গর্ভবতীকেই টিকা দেওয়ার আগে রেজিস্ট্রাড চিকিৎসক দিয়ে কাউন্সেলিং করতে বলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ