শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

বরিশালের ৫ হাসপাতালে করোনা ও উপসর্গে ২৩ জনের মৃত্যু

বরিশালের ৫ হাসপাতালে করোনা ও উপসর্গে ২৩ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

বরিশাল বিভাগের ৫ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা শনাক্ত হয়েছেন ১৯৫ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৩১ দশমিক ২৫ শতাংশ। বরিশাল বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ৮১৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে- গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৭১ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৬০৬ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন। ২৪ ঘণ্টায় ‍তিন জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ১৭৮ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৪০ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮৮ জন।

ভোলা জেলায় নতুন ১০৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৪ হাজার ৮৫১ জন। ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫২ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩১ জন।

পিরোজপুর জেলায় নতুন ৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৮৭ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৩ জন।

বরগুনা জেলায় নতুন কেউ শনাক্ত হয়নি। ফলে মোট আক্রান্ত  হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন।

ঝালকাঠি জেলায় নতুন শনাক্ত দুজনকে নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮৪ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২২২ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877