সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারত-কানাডা উত্তেজনা: নিরাপত্তা শঙ্কায় পাঞ্জাবের শিখরা বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিলেন ওবায়দুল কাদের খালেদা জিয়ার কিছু হলে পরিণতি শুভ হবে না : মির্জা আব্বাস ভিসা নীতিতে পুলিশের ইমেজ সঙ্কট হবে না : আইজিপি অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় প্রবাসী আয়ের বিকল্প নেই : অর্থমন্ত্রী সব ধর্মাবলম্বীদের মাঝে ইসলাম ছড়িয়ে দিতে ব্রিটেনের মসজিদগুলোর দারুণ উদ্যোগ তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে ওয়াশিংটনে কিউবার দূতাবাসে ককটেল নিক্ষেপ ভারতের সাথে বিরোধে কানাডার মিত্ররা কেন ট্রুডোর পাশে দাঁড়াচ্ছে না? গণতান্ত্রিক বিশ্ব থেকে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে : রিজভী
নগ্ন যেমন আমি, নগ্ন তো পুরুষটিও… তবু মেয়ে বলেই আমাকে টার্গেট’

নগ্ন যেমন আমি, নগ্ন তো পুরুষটিও… তবু মেয়ে বলেই আমাকে টার্গেট’

স্বদেশ ডেস্ক: ভিন্নধর্মী গল্প আর চরিত্রের অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। তার প্রতিটি চরিত্রেই দেখা যায় চ্যালেঞ্জ গ্রহণের ছাপ। নিজেকে প্রতিনিয়ত ভাঙেন-গড়েন। ছোট পোশাক থেকে ঘনিষ্ঠ দৃশ্য, সবকিছুতেই তার সাহসের প্রশংসা সর্বত্র।

বলিউডের তুমুল প্রতিযোগিতার বাজারেও নিজেকে আলাদা করে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে এ অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নানা কারণেই আলোচনায় আসেন।

সম্প্রতি ‘দ্য ওয়েডিং গেস্ট’ সিনেমায় রাধিকা আপ্তের যৌনতার দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার কারণ হিসেবে সমাজের বিকারগ্রস্ত মানসিকতাকেই দায়ী করলেন এই অভিনেত্রী।

তার প্রশ্ন, ‘ছবিতে তো দেব পাটেলও রয়েছেন। কোথায় বিতর্কে তো তার নাম কেউ বলছেন না। নগ্ন যেমন আমি, নগ্ন তো পুরুষটিও… তবু মেয়ে বলেই আমাকে টার্গেট! তাই না?’

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে ফাঁস হওয়া ‘দ্য ওয়েডিং গেস্ট’ ছবির একটি যৌনতার দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে রাধিকা পালটা প্রশ্ন তুলেছেন সমাজের মানসিকতা নিয়ে।

এই অভিনেত্রী বলেন, ‘কেন সব সময় বলা হচ্ছে রাধিকার সেক্স সিন, যেখানে দেবও অভিনয় করছেন, তার কথা তো বলা হচ্ছে না।’

রাধিকার দাবি, ছবিতে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। এই ধরনের দৃশ্য তখনই ফাঁস হয় যখন সমাজের বিকারগ্রস্ত মানসিকতা তৈরি হয়।

ছবিটি তৈরি করা হয়েছে একজন ব্রিটিশ মুসলিম ব্যক্তির পাকিস্তান ও ভারতে সফর নিয়ে।

তবে এবারই প্রথম নয়, এর আগেও রাধিকার যৌন দৃশ্য ফাঁস হয়েছে। লীনা যাদবের পার্চট ছবিতে আদিল হুসেনের সঙ্গে রাধিকার যৌন দৃশ্য ফাঁস হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877