সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

২৬০০ জনকে অবৈধভাবে টিকা দেওয়া সেই রবিউল বরখাস্ত

২৬০০ জনকে অবৈধভাবে টিকা দেওয়া সেই রবিউল বরখাস্ত

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রামের পটিয়ায় ইউনিয়ন পর্যায়ে আগাম নিবন্ধন ছাড়া ২৬০০ জনকে করোনার টিকা দেওয়ার অভিযোগ রয়েছে রবিউল হোসেন নামে এক মেডিকেল টেকনোলজিস্টের (ইপিআই) বিরুদ্ধে। টিকা দেওয়ার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরখাস্ত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম বলেন, ‘টিকা প্রদানে অনিয়মের অভিযোগ ওঠায় রবিউল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।’

এ বিষয়ে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ‘শুনেছি রবিউল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে কোনোও চিঠি আসেনি।’

রবিউলের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি নির্দেশনার আগে গত ৩০ ও ৩১ জুলাই পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে নিবন্ধন ছাড়া দুই হাজার ৬০০ জনকে করোনার টিকা দেন। গত ৩০ জুলাই শোভনদন্ডী ইউনিয়নের আরফা করিম উচ্চ বিদ্যালয়ে এবং পরদিন শোভনদন্ডী স্কুল অ্যান্ড কলেজে সকাল থেকে দুপুর পর্যন্ত টিকা দেওয়া হয়।

পরে এই ঘটনায় গত শনিবার সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট ডা. অজয় দাশকে কমিটির প্রধান করে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. মো. নুরুল হায়দারকে ওই তদন্ত কমিটির সদস্য করা হয়। পাশাপাশি তদন্ত কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে গত সোমবার কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877