স্বদেশ ডেস্ক: ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-খুলনা মহাসড়কের শুয়াদী নামক স্থানে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহতের নাম মুবিন মুন্সি। সে ওই গ্রামের মিরাজ মুন্সির ছেলে। মুবিন আলগাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিলো।
এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে সে এই দুর্ঘটনা কবলে পড়ে বলে জানা যায়। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-৩৭৮৮) শুয়াদী নামক স্থানে মুবিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ জানান, পুলিশ বাসটিকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।