বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

রাজশাহী মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১

স্বদেশ ডেস্ক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের ৪ জন, পাবনা ও নওগাঁর ৩ জন করে, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ, ৭ জন উপসর্গ নিয়ে এবং ৫ জন নেগেটিভ হওয়ার পর মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৩ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী রয়েছেন ৪১৮ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪২৮টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩২ দশমিক ৭১শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ