স্বদেশ ডেস্ক:
কে বলেছে কোভিড আবহে বিয়েবাড়িতে কোনো জাঁকজমক নেই? সাধারণভাবে পরিবারের কয়েকজন সদস্যদের নিয়েই বিয়ের পর্ব মিটে যাচ্ছে৷ পাকিস্তানের এই ভাইরাল হওয়া ভিডিও দেখলে অবাকই হতে হবে৷ কারণ সেখানে দেখা যাচ্ছে ১০০ কেজি ওজনের লেহঙ্গা পরে বিয়ের আসরে বসেছেন কনে৷ যার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বিশেষ সময় লাগেনি৷
বিয়েতে আসা অতিথিরা প্রত্যেকেই জানিয়েছে, এমন বিশাল লেহঙ্গা তারা জীবনে দেখেননি! আর শুধু ওজনে বেশি বা বিশাল আকারেই নয়৷ লেহঙ্গাটি দেখতেও অত্যন্ত সুন্দর৷ হাতের সেলাইয়ের কাজে ঝলমল করছিল লেহঙ্গাটি৷ বিয়েতে সবাই কনের চেয়ে তার লেহঙ্গা দেখতেই বেশি ব্যস্ত ছিলেন৷
সূত্র : নিউজ ১৮