স্বদেশ ডেস্ক: হঠাৎ করেই ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘প্রয়াত কিংবদন্তি পেলে। আপনার আত্মার শান্তি কামনা করি এরকম পোস্টে কেঁপে ওঠে ফুটবল দুনিয়া।
তবে বেশি সময় অপেক্ষ করতে হয়নি। ছড়িয়ে পড়া এই খবর যে ¯্রফে গুজব তা জানিয়ে দিয়েছেন পেলেরই এক প্রতিনিধি। পেলের ওই প্রতিনিধি পেলের মৃত্যু সংবাদ ভুয়া উল্লেখ বরে বলেছেন, যে সেলিব্রিটিদের মৃত্যুর ভুয়ো খবর রটে যায়, তাঁদের মধ্যে পেলেও ঢুকে পডলেন। কিন্তু তিনি বেঁচে আছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন। ইন্টারনেটে ঘুরতে থাকা খবরগুলিতে কান দেবেন না। আগেও একবার পেলের মৃত্যুর সংবাদ চাউর হয়েছিল। গেল এপ্রিলে মূত্রনালীর সংক্রমণ নিয়ে পেলে ভর্তি হয়েছিলেন প্যারিসের একটি হাসপাতালে। সে সময় জানা যায়, পেলের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তারপরই রটে যায় পেলের মৃত্যু সংবাদ। পরে সংবাদমাধ্যমকে স্বয়ং পেলে প্যারিসের হাসপাতাল থেকে বার্তা দিয়েছিলেন, ‘অ্যান্টিবায়োটিক ভাল কাজ করছে। আগের তুলনায় এখন আমি অনেক সুস্থ।