বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

ষড়যন্ত্রের শিকার হলে যে দোয়া পড়বেন

ষড়যন্ত্রের শিকার হলে যে দোয়া পড়বেন

স্বদেশ ডেস্ক:

জীবনে চলার পথে নানান মানুষের ষড়যন্ত্রের শিকার হই আমরা। কখনো প্রকাশ্যে, কখনো পিঠ পিছে চোখের আড়ালে। এবং সত্যি বলতে কী, জীবনে যত অশান্তি আর দুর্ঘটনা ঘটে তার সবকি কিন্তু এইসব ষড়যন্ত্রের শিকার হওয়ার কারণে।

মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি, পৃথিবীতে ঘটে যাওয়া সব সমস্যারই একটি সমাধান বা দিকনির্দেশনা ইসলামে রয়েছে। পবিত্র কুরআন ও হাদিসে মানুষের নিত্যদিনের বিভিন্ন সমস্যার সুন্দর সমাধান রয়েছে।

জীবন চলার পথে নানান সংকট বা বিপদের সময় জাগতিক চেষ্টা-তদবিরের পাশাপাশি কুরআন-হাদিসের এসব নির্দেশনা অনুসরণ করাও মুমিনের কর্তব্য।

মানুষের দ্বারা ষড়যন্ত্রের শিকার হলে পবিত্র কুরআনে একটি দোয়া বর্ণিত হয়েছে।

দোয়াটি হলো- رَبِّ اِنِّىْ مَغْلُوْبٌ فَانْتَصِر    

উচ্চারণ: রব্বি আন্নি মাগলুবুন ফানতাসির।

অর্থ: হে আল্লাহ, আমি তো অসহায়। অতএব তুমি আমাকে সাহায্য করো।

উপকার: নুহ (আ.) যখন তার উম্মতদের দ্বারা কোণঠাসা হয়ে পড়েছিলেন, তখন তিনি আল্লাহর হুকুমে এই দোয়া করেন। এবং মহান আল্লাহ মহাপ্লাবন দিয়ে তাকে সাহায্য করেন। তার শত্রুদের নিশ্চিহ্ন করে দেন। (সুরা: কামার, আয়াত : ১০, তাফসিরে তাবারি)

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877