স্বদেশ ডেস্ক:
শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে থানায় খবর দিলেন স্বামী নিজেই। আজ বুধবার শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ডসংলগ্ন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদপুরের বালিহাটির মৃত চাঁন মিয়া মুন্সীর ছেলে আরিফ মুন্সীর (৪০) সঙ্গে শরীয়তপুরের আবুল কালাম হাওলাদারের মেয়ে রাজিয়া সুলতানা মৌ এর (২৮) ২০০৭ সালে বিয়ে হয়। আরিফ-মৌ দম্পতির আয়েশা আক্তার ঈশা (১৩) ও ইয়াকুব মুন্সী সোহান (৮) নামে দুটি সন্তান রয়েছে।
মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী ঝগড়া হয়। ঝগড়া শেষে দুজনেই ঘুমিয়ে পড়েন। ভোর রাতে আরিফ মুন্সী তার ঘুমন্ত স্ত্রীর মাথায় ইট দিয়ে আঘাত করলে মৌ মারা যায়। মৃত্যুর খবর আরিফ নিজেই থানায় গিয়ে পুলিশকে বলে আসে। ঘটনাস্থলে পুলিশ এসে জানতে পারে আরিফ নিজেই তার স্ত্রী মৌকে খুন করে। পরে পালং মডেল থানা পুলিশ আরিফকে আটক করে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে নিহতের ভাই রাসেল হাওলাদার মুঠোফোনে বলেন, ‘আমার বোনকে মেরে সে শুধু নিষ্পাপ শিশু দুটিকেই মা-হারা করেনি, আমাদেরকেও স্বজন-হারা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বলেন, ‘আসামি নিজেই এসে জানিয়েছে যে একটি খুন হয়েছে। পরে আমরা তাকে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’