স্বদেশ ডেস্ক:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের শরিষাবাদ বাংলাবাজার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
বুড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর মোহম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ওই গ্রামের আব্দুস সামাদ (৪০) ও তার ছেলে হাবিবুর রহমান (১৫)। হাবিবুর রহমান উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, আব্দুস সামাদ মাঠে পাওয়ারটিলার দিয়ে ধানের জমি চাষ করছিলেন। আর হাবিবুর রহমান বাবাকে চাষে সহযোগিতা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে বাবা-ছেলে গুরুতর আহত হন। আহত অবস্থায় মাঠের অন্য কৃষকরা তাদের উদ্ধার করে পাশের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যুর সংবাদ শুনেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’