বিনোদন ডেস্ক: জ্যাকুলিন ফার্নান্দেজের উজ্জ¦ল ত্বক ও চুলের রহস্য জানতে আগ্রহী সৌন্দর্য সচেতন সব নারীই। সবার ধারণা, মখমলের মতোই নরম তার ত্বকে নেই সামান্য দাগ-ছোপ। কিন্তু এই ধারণা বদলে সম্প্রতি নিজের মেকআপহীন একটি ছবি পোস্ট করে নায়িকা লিখলেন, ‘আমার ত্বকের এই ফ্রেকলস নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। এটা আমি মার থেকে পেয়েছি সত্যি বলতে কি আমার বেশ ভালোই লাগে।’ তবে স্বাস্থ্যোজ্জ¦ল ত্বক পেতে কী কী করতে হবে, তাও জানালেন জ্যাকুলিন। ভারতের এই সময় পত্রিকার খবরে বলা হয়, তৈলাক্ত ত্বক তার। তাই জানালেন, দিনে অন্তত দু’বার ভালো করে ত্বক পরিষ্কার করতে হবে। নিয়মিত হালকা ময়শ্চারাইজার লাগানোর পাশাপাশি ভিটামিন সি লাগাতে হবে ত্বকে। শুধু তাই নয়, নিয়মিত এক্সারসাইজ ও যোগাসন অভ্যাস করা মাস্ট বলেই জানালেন তিনি। খেতে হবে প্রচুর পরিমাণে পানিও।