বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। বিয়ে করলেই ক্যারিয়ার শেষ শোবিজের এই প্রচলিত কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থেকে এত অল্প বয়সে কেন বিরাটকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন? এর উত্তরে এক সাক্ষাৎকারে আনুশকা বলেন, ‘আমাদের দর্শকরা ইন্ডাস্ট্রির মানুষের চেয়ে বেশি বড় মনের। দর্শকরা শুধু পন্দায় অভিনয়শিল্পীদের ব্যাপারেই আগ্রহী। ব্যক্তিগত জীবনে তারা বিবাহিত না কি একজন মা তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। আমাদের এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আমি ২৯ বছর বয়সে বিয়ে করেছি, একজন অভিনয়শিল্পীর ক্ষেত্রে বলতে গেলে একটু জলদি। আমি করেছি কারণ প্রেমের সম্পর্কে ছিলাম এবং প্রেমের সম্পর্কে আছি।’
এ অভিনেত্রী আরো বলেন, ‘বিয়ে একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমি সবসময়ই নারীদের সমঅধিকারের পক্ষে। তাই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি মনে সংশয় নিয়ে উদযাপন করতে চাইনি। একজন পুরুষ যদি বিয়ের সময় ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা না করে, তবে একজন নারী কেন এটি নিয়ে দুশ্চিন্তা করবে? আমি খুশি যে, অনেক অভিনেত্রীই এখন বিয়ে করছে। যারা প্রেমের সম্পর্কে ছিলেন এখন তা প্রকাশ করছেন। সুখী জুটিদের একসঙ্গে দেখতে অনেক ভালোও লাগছে।’