মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

শেষটাও রাঙাতে চান টাইগাররা : আজ শেষ টি-টোয়েন্টি

শেষটাও রাঙাতে চান টাইগাররা : আজ শেষ টি-টোয়েন্টি

স্বদেশ ডেস্ক:

জিম্বাবুয়ে সফরের শেষটা রাঙিয়ে দিতে চান টাইগাররা। দ্বিতীয় ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। শেষ ম্যাচটি তাই অলিখিত ‘ফাইনাল’। আজ হারারেতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না সফরকারীরা। গতকাল শরিফুল ইসলাম বলেন, “কালকে (আজ) যেহেতু আমাদের কাছে এটি ‘ফাইনাল’ ম্যাচই। তিন বিভাগেই আমরা যদি সেরাটা দিতে পারি তা হলে মনে হয় ম্যাচটা সহজ হবে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পজিটিভ থাকব। দেখা যাক খেলা শেষে কী হয়। এখন থেকে পজিটিভ আছি যে, জিতব। জিতার মনোভাব নিয়েই মাঠে নামব।’’

এবারের জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের প্রাপ্তির পাল্লাটা ভারী। একমাত্র টেস্ট ম্যাচের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাও ৩-০ ব্যবধানেই জিতেছেন মুমিনুল-তামিমরা। টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও দারুণ হয়েছিল। তবে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচটি হেরে যায় টাইগাররা। তাতেই শেষ ম্যাচটা অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। এই ম্যাচের জয়ী দলের হাতে উঠবে টি-টোয়েন্টির শিরোপা। মাহমুদউল্লাহর মতো সিকান্দার রাজাও জয় চান। টি-টোয়েন্টির শিরোপা জিতলে তা টেস্ট ও ওয়ানডেতে হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারবে। তবে কাজটা সহজ হবে না। বাংলাদেশের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হবে স্বাগতিকদের।

লিটন দাস ও মোস্তাফিজকে ছাড়াই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হয়েছে বাংলাদেশকে। দুজনেই প্রথম ম্যাচে চোট পান। এ কারণে তাদের বিশ্রাম দেওয়া হয়। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে এই দুজনের খেলার সম্ভাবনা বেশি। অলিখিত ফাইনাল হওয়ায় পূর্ণ শক্তির দল মাঠে নামাতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচের ভুল-ত্রুটিগুলো শুধরে নিয়ে মাঠে নামার অপেক্ষায় টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং খুব একটা ভালো হয়নি। ব্যাটসম্যানরা তো নিজেদের ছায়া হয়ে ছিলেন। ১৬৬ রান তাড়ায় ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মুজরাবানি আর মাসাকাদজার সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন নাইম-সৌম্য-সাকিব-মাহমুদউল্লাহরা। শেষ ম্যাচে তিন বিভাগেই নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে চান টাইগাররা। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন পর্যন্ত তিনটি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। এর মধ্যে দুটিই দেশের বাইরে। জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচটি জিতলে আরেকটি সিরিজ জয়ের স্বাদ পাবেন টাইগারার। দ্বিতীয় ম্যাচশেষে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছিলেন, পরের ম্যাচে ভালোভাবেই কামব্যাক করবেন তারা। তিনি বলেন, ‘যেহেতু একটা ম্যাচ আছে, ওই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ম্যাচ জয়ের চেষ্টা করব।’ টেস্ট, ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজের শিরোপাও বাংলাদেশ জিতবে তো? উত্তরটা জানা যাবে আজই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877