স্বদেশ ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বড় বোনের ছেলে (ভাগ্নে) জিয়াউল আলম সিদ্দিকী উল্লাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নি লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত ২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪০ বছর।
জিয়াউল আলম সিদ্দিকী উল্লাস ব্যবসা করতেন। রুহুল কবির রিজভী জানান, কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় তার ভাগ্নে উল্লাসকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
তিনি আরও জানান, পরে তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাতে ভাগ্নে উল্লাস মারা যান।