স্বদেশ ডেস্ক: ফ্রান্সে প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে বাস্তিল দিবস। এবারের দিবসে অস্ত্র হাতে হোভারবোর্ডে করে আকাশে উড়েছেন এক ফরাসি সৈন্য। সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এ দিন দ্রুতগতির এই হোভারবোর্ডে করে আকাশে এর আবিষ্কারক ফ্রাংক জাপাতা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, পৃথিবীর ইতিহাসে স্মরণীয় দিনগুলোর অন্যতম গত ১৪ জুলাই ঐতিহাসিক বাস্তিল দিবস। ফ্রান্সের জাতীয় উৎসবের দিন। এ বছরও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
ঘণ্টায় ১৯০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এই ফ্লাইবোর্ড মূলত: পানির উপর দিয়ে চলার উপযোগী করে তৈরি করা হয়েছে। তবে স্থলের উপর দিয়েই এটি উড়তে অভ্যস্ত। ইতোমধ্যে ফরাসি সেনাবাহিনীএই ফ্লাইবোর্ড তৈরিতে অর্থায়ন করেছে।