স্বদেশ রিপোর্ট:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ১৭,জুলাই শনিবার জ্যাকসন হাইটের খাবার বাডী রেষ্টুরেন্টে সংগঠনের বর্ধিত সভা,ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১৪তম কারান্তরীন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয় । যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত এই গুরুত্বপূর্ণ সভাটি পরিচালনা করেন দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
আলোচনা সভার শুরুতে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে ২০০৭ সালের ১৬ জুলাই মিথ্যা মামলায় দেশরতœ শেখ হাসিনাকে গ্রেফতারের পর দেশজুড়ে দুর্বার আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদ সংগঠিত হয় ,দেশের মানুষ মাননীয় নেত্রীর মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে। এই আন্দোলন সংগ্রামকে সফল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অগ্রনী ভূমিকা পালন করে । তিনি বক্তব্যে আরও উল্লেখ করেন যে আমরা এক সপ্তাহের মাথায়, ২০০৭ সালের ২৩ জুলাই,মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সামনে শেখ হাসিনার মুক্তির দাবিতে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত করি । এই সকল সমাবেশে আমরা ১/১১ এর সরকারের ষড়যন্ত্র তুলে ধরতে সক্ষম হই । আমাদের ৩৩১দিনের আন্দোলন সংগ্রামের কারনে স্বৈরাচারী সরকার মাননীয় নেত্রীকে বন্দি জীবন থেকে মুক্তি দিতে বাধ্য হয়। সেই দিন আমরা বিজয়ী হয়েছিলাম বলেই আজকের ডিজিটাল বাংলাদেশ, মধ্য আয়ের উন্নত বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা বাঙ্গালী জাতীকে উপহার দিতে পেরেছেন । আজ বহিৃবিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্টিত হয়েছে।