বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণের ৮ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারিত

ঢাকা দক্ষিণের ৮ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারিত

স্বদেশ ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৮টি ওয়ার্ডে আজকের কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো- ১০, ৩২, ৩৪, ৩৬, ৩৮, ৩৯, ৪৩ ও ৬৬।

১৬টি ওয়ার্ডের ৯৫ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো- ৩, ৯, ১৯, ২০, ২৫, ২৮, ৩৫, ৪১, ৪২, ৪৬, ৪৭, ৫২, ৫৩, ৫৪, ৫৭ ও ৭১।

এ ছাড়া বুধবার রাত পৌনে ৯টা পর্যন্ত ৯টি ওয়ার্ডের ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো ২৩, ৩১, ৩৩, ৪০, ৪৪, ৪৫, ৪৮, ৫০ ও ৫৬। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

এর আগে, আজ বুধবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত শেষে ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছিলেন, ডিএসসিসি ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877