স্বদেশ ডেস্ক; ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
বাকি ১১ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। আজ বুধবার সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।