স্বদেশ ডেস্ক: আগামী মাসেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ত্রস্ত গোটা ভারত। সংক্রমণ রুখতে কড়া প্রশাসনও। বাতিল করা হচ্ছে একের পর এক ধর্মীয় সমাগম। আর এসবের মধ্যেই নতুন করে চিন্তা বাড়াল ভারতের করোনা গ্রাফ। মঙ্গলবারের করোনা রিপোর্টে যেখানে দেখা গিয়েছিল, মৃতের সংখ্য়া অনেকটাই কমেছে, সেখানে আজ এক লাফে দশগুণেরও বেশি বাড়ল সেই সংখ্যা।
বুধবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭। এক দিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩৯৯৮ জন। যে সংখ্যাটা ছিল ৩৭৪।
সূত্র : সংবাদ প্রতিদিন