স্বদেশ ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে বালুখালী শিবিরের ৯ নম্বর ক্যাম্পের বি- ব্লকে আগুন লাগে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।
তিনি বলেন, ‘আগুনে রোহিঙ্গাদের ২০ টির বেশি বসতঘর পুড়ে গেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছ। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একটু সময় লাগবে।’